কাপ্তাইয়ে উৎসব মূখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ

Published: 01 Jan 2019   Tuesday   

সারাদেশের ন্যায় মঙ্গলবার  কাপ্তাইয়ে উৎসব মূখর পরিবেশে রাঙামাটিতে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষাীর্থদের হাতে নতুন বই  তুলে দেয়া হয়েছে।

 

কাপ্তাই উপজেলার দুর্গম এলাকা ওয়াগ্গা ইউনিয়নে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুকিমারা লোটাস আবাসিক শিশু সদন ও কাপ্তাই টেকনিক্যাল স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন কাপ্তাই ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল। এসময় চট্টগ্রামস্থ অনাররি কনসাল্ট জেনারেল অব জাপানের নূরুল ইসলাম,  কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত তংচংগ্যা, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যা, সাবেক ইউপি চেয়ারম্যান অংলাচিং মারমা, কুকিমারা লোটাস আবাসিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্লাচিং মারমা, কাপ্তাই টেকনিক্যাল স্কুল কলেজের অধ্যক্ষ চাইথোয়াই মারমা, ৫নং ওয়া¹া ইউপি র মহিলা মেম্বার বসুধা তংচংগ্যা প্রমুখ। অনুষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেনী শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত