কাউখালীতে বই উৎসব

Published: 01 Jan 2019   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ ও অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অভিভাবক সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আবু মূছা তালুকদার,ক্যথোয়াই প্রু মারমা, মরিয়ম বেগম বেতবুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান সামশুদোহা চৌধুরী, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির উদ্দিন ও শিক্ষক মোঃ আবুল কাশেম। পরে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরন করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামলীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের পাশপাশি অভিভাবকদেরকে ও এগিয়ে আসতে হবে। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সে জ্ঞান দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। প্রতিদিন সন্তানরা বিদ্যালয়ে যায় কিনা, কোনো রকম অনৈতিক কর্মকান্ডে জড়িত কিনা সেদিকে স্ব-স্ব অভিভাবককে সজাগ থাকতে হবে। তিনি বলেছেন বর্তমান সরকার পার্বত্য এলাকাসহ দেশের প্রতিটি এলাকায় শিক্ষার উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহন করেছে। সরকারের এসব কর্মকান্ডের সুফল প্রতিটি দৌড়গোড়ায় পৌছে দেওয়ার আহবান জানান।

                 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত