রাঙামাটি ইনটারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলে বই উৎসব

Published: 01 Jan 2019   Tuesday   

রাঙামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুলে “বই উৎসব” পালিত হয়েছে। বছরের প্রথম দিনে এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

 

মঙ্গলবার সকালে স্কুলে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। সকাল সাড়ে ৯টায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির ফিনেন্স সেক্রেটারী রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সোলায়মান। স্কুলের অধ্যক্ষ মোঃ শফিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতে স্কুল জুরে উৎসবের আমেজ সৃষ্টি হয়। যথা সময়ে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উৎসাহী হয়ে উঠে। সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সোলায়মান বলেন, গুনগত মান রক্ষা করে কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাঙামাটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। ব্যবসায়িক চিন্তার উর্ধেŸ উঠে বিদ্যালয়টি ইতোমধ্যে এলাকায় শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখে সকলের মন জয় করেছে। এ স্কুলের শিক্ষার মান ধরে রাখতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত