অবৈধ অস্ত্রধারীরা নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে-ঊষাতন তালুকদার

Published: 26 Dec 2018   Wednesday   

রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার এমপি অভিযোগ করে বলেছেন, নৌকা প্রতীক প্রার্থী অবৈধ অস্ত্রধারীদের সাথে হাত মিলিয়েছে। অবৈধ অস্ত্রধারীরা সিংহ প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করছে। বাঘাইছড়ি, কাউখালী, নানিয়ারচরে সন্ত্রাসীদের ভয়ে নির্বাচনী এজেন্ট হতে চাচ্ছে না কেউ। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। ভোটারদের প্রকাশ্য অস্ত্রের ভয় দেখানো হচ্ছে। অস্ত্রের ভয় দেখিয়ে নৌকা প্রতীকের ভোট দিতে না হলে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে।

 

বুধবার রাঙামাটি শহরের আপার স্টেডিয়াম এলাকায় আয়োজিত এক জনসভায় উষাতন তালুকদার এসব কথা বলেন।
উষাতন তালুকদার আরো বলেন, নির্বাচনের পরাজয় ভেবে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে কর্মী সমর্থকদের এলাকা ছাড়া করছে।


তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিয়ে আশংকা করে বলেন,এখানে নানান গুঞ্জন শুনা যাচ্ছে স্বাভাবিকভাবে নির্বাচন হবে না। ফলাফল কেড়ে নেয়া হবে। তবে এ ধরনের হলে জনগণ এই রায় কখনই মেনে নেবে না। জনতার রায় মেনে নিতে। এ জন্য নির্বাচন সংশ্লিষ্ট অবাধ, শান্তিপূর্ন ও নির্বাচন করা হয় সে সেদিকে খেয়াল রাখতে হবে।

 

তিনি পার্বত্য চুক্তির ২১ বছর অতিবাহিত হলেও চুক্তির যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ফিরে আসেনি। তাই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির অধিকার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সিংহ প্রতীকে আগামী ৩০ ডিসেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পাহাড়ের মানুষের কথা বলতে জনসংহতি সমিতির ছাড়া বিকল্প নেই।


ঊষাতন তালুকদার বলেন, আমরা সাইন বোর্ডের রাজনীতি করি না, আমরা জনগণের অধিকার ও নির্যাতিত নীপিড়ীত মানুষের জন্য লড়াই সংগ্রাম করি। তাই শুধু পাহাড়ের আদিবাসী বা জুম্মদের জন্য নয় বাংলাভাষাভাষি ভাইবোনদের অধিকার ও উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছি।তাই পাহাড়ে পাহাড়ি-বাঙালির স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে সিংহ প্রতীকে ভোট দিয়ে জয়য়ুক্ত করে সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।


এছাড়া বিকালে শহরের তবলছড়ি ও সন্ধ্যায় বনরুপায় ছদক ক্লাবে জনসমাবেশ করেন উষাতন তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়াম্যান অরুন কান্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি সভাপতি কিশোর কুমার চাকমা, রাঙামাটি পৌর প্যানেল মেয়র কালায়ন চাকমা ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত