ভোট ডাকাতি করে ৫বছর ক্ষমতায় থেকেও চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করতে পারেনি-দীপংকর তালুকদার

Published: 24 Dec 2018   Monday   

রাঙামাটির ২৯৯নং আসনের আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেছেন, জনসংহতি সমিতির প্রার্থী ও বর্তমান সাংসদ ঊষাতন তালুকদার ভোট ডাকাতি করে পাঁচ বছর ক্ষমতায় থাকার পরও চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করতে পারেননি। এখন ভোটের মাঠে চুক্তি বাস্তবায়নের মিথ্যা আশ্বাস দিয়ে ভোট চাইছেন। তিনি গত পাচ বছরে পার্বত্য এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি।


মঙ্গলবার রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদর বিলাইছড়ি বাজার ও ধুইমাছড়াসহ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভা,জনসংযোগকালে পথ সভায় তিনি এ অভিযোগ করেন।


আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার পাহাড়ে শান্তি সম্প্রীতি, উন্নয়ন ও পার্বত্য চুক্তি বাস্তাবায়ন অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানিয়ে পাহাড়ি-বাঙালি সকলের অধিকার নিশ্চিত করে যাচ্ছে বর্তমান সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ছাড়া চুক্তি অন্য কারো পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়।


তিনি অভিযোগ করে আরও বলেন, সকাল নয় টায় ধুপ্পেছড়া পথ সভায়, বিলাইছড়ি বাজার সমাবেশ, বিলাইছড়ি পাংখোয়া পাড়া ও বঙ্গলতলীতে পথসভা, জনসংযোগ করা হয়। এসময় রাঙামাটি সংরক্ষিত আসনের সাংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জ্যোতিময় চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ অন্যন্যা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


দীপংকর তালুকদার বলেন, জুম্মো অধিকারের নামে ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন এবং পাহাড়ে সুষম উন্নয়নের নামে পার্বত্য জনসংহতি সমিতি জেএসএস ও তাদেও নেতা উষাতন তালুকদার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাহাড়ের সাধারণ মানুষের সাথে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে, জনগণকে মিথ্যা স্বপ্ন দেখাচ্ছে। এসময় তিনি জনবিচ্ছন্ন প্রার্থীদের ভোট না দেওয়ার আহব্বানও জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত