বাঘাইছড়িতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষে ২২ জন আহত

Published: 16 Dec 2018   Sunday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে গ রোববার সকালের দিকে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ হুমায়ন রশিদকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাঘাইছড়ি উপজেলা মাঠে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে চৌমহনী শাপলা চত্বরে আওয়ামীলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল। অপরদিকে উপজেলা বিএনপি কার্যালয়ে জড়ো হওয়ার পরে নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল। এসময় উত্তেজনা পূর্ন শ্লোগান নিয়ে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে ধাওয়া-পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ১৭ জন ও আওয়ামীলীগের ৫জন আহত হয়েছে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


এদিকে এ ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপি পরষ্পরকে দোষারুপ করেছে। বাঘাইছড়ি আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন দাবী করে জানান, শহীদ মিনার থেকে ফুল দিয়ে আসার পথে বিএনপি লোকজন উচ্ছৃংখল শ্লোগান দেয় এবং নেতাকর্মীদের উপর ইপাটকেল ছুড়ে মেরেছে। এতে আওয়ামীলীগের ৫ নেতাকর্মী আহত হয়েছে। তবে উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী শহীদ মিনারে ফুল দিতে আসার সময় আওয়ামীলীগের লোকজন তাদের উপর অতর্কিতে হামলা চালালে ২০ থেকে ৩০ নেতাকর্মী আহত হয়েছে।


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুরুল জানান, শহীদ মিনারের ফুল দেয়াকে কেন্দ্র করে পথ অতিক্রম করার সময় উত্তেজনাপূর্ন শ্লোগান দেয়ায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত