রাঙামাটিতে ব্লাষ্টের উদ্যোগে এনজিও প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং সভা

Published: 13 Dec 2018   Thursday   

রাঙামাটিতে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর উদ্যোগে বৃহস্পতিবার এনজিও প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।


ব্লাষ্ট কার্যালয়ে আয়োজিত সভায় ব্লাষ্টের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ান অনুষ্ঠানের শুরুতে ব্লাস্টে’র কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে বক্তব্যে দেন।


তিনি বলেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) জাতীয় পর্যায়ের অন্যতম প্রধান বে-সরকারী আইন সহায়তা প্রদানকারী সংস্থা। এনজিও নেটওয়ার্কিং সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার বিভিন্ন জাতীয় এবং স্থানীয় এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


তিনি আরো বলেন,সংস্থাটি মূলতঃ দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে আইন সহায়তা দিয়ে থাকে। সেবা প্রদানের ক্ষেত্রে এই সংস্থা বৈষম্যের শিকার দরিদ্র নারী, পুরুষ, শিশু এবং বিশেষত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাধান্য দেয়। ব্লাস্টে কোন অভিযোগ করলে আইনগত কোন বাধা না থাকলে প্রাথমিকভাবে সালিসের মাধ্যমে বিরোধ নিস্পত্তি করার পদক্ষেপ নেওয়া হয়। সালিস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আবেদনকারীর পক্ষে আইনজীবির মাধ্যমে সংস্থা বিনা খরচে মামলা পরিচালনা করে থাকে।


তিনি বলেন, এ সংস্থাটি সাধারনত নিম্ন কোর্টে পারিবারিক (মোহরানা, তালাক, খোরপোষ) ফৌজদারী (২য় বিবাহ, যৌতুক, মারপিট ইত্যাদি), জামিন, নির্যাতন, ভুমি, বিবিধ মামলাসহ হাইকোর্টে পি.আই.এল, ডিটেনশন, রিট, সিভিল, ফৌজদারী রিভিসন, আপীল মামলা বিনামূল্যে পরিচালনা করে থাকে। মামলাগুলো সংস্থার পক্ষে পরিচালনা করার জন্য মানবাধিকার মনোভাবাপন্ন প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ আইনজীবি রয়েছে। এই লক্ষ্য পূরনের জন্য সংস্থাটি জেলা আইনগত সহায়তা কেন্দ্র এবং ভিকটিম সাপোর্ট সেন্টার এর সাথে একত্রীভুত হয়ে কাজ করছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত