বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

Published: 10 Dec 2018   Monday   

রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।


দিবসটিকে ঘিরে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহায়তায় এবং বিলাইছড়ি উপজেলা প্রশাসন ও বিলাইছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ২ নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুপম চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং বিলাইছড়ি থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান। এর আগে সকালে ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরেরে জনগণের অংশ গ্রহণে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।


আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতির কারণে যারা ধনী তারা দিন দিন ধনী হচ্ছে, আর যারা গরীব তারা গরীব থেকে যাচ্ছে। তাই সমাজ তথা দেশের সর্বস্থরের দুর্নীতি রোধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে এবং সততার পথ অবলম্বন করতে হবে। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি সম্পর্কে সচেতনতার জন্য উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে সততা ষ্টোর চালু করা হয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা সততার চর্চা করার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতন হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত