খাগড়াছড়িতে দুর্নীতি বিরোধী মানববন্ধন

Published: 09 Dec 2018   Sunday   

টেকসই উন্নয়ন,গনতন্ত্র,শান্তি ও সুশাসন দুর্নীতির বিরুদ্ধে একসাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শহরের শাপলা চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে র‌্যালী নিয়ে খাগড়াছড়ি সনাক সভাপতি প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে সনাক অফিস মিলনায়তনে গিয়ে আলোচনা সভা করে।  

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. মো: শাহ আলম, পৌর মেয়র রফিকুল আলম, দুদকের সহঃ পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, সনাক খাগড়াছড়ি শাখার সভাপতি সুদর্শন দত্ত, সহ সভাপতি বৌধিসত্ব  দেওয়ান।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, এই দেশ আমাদের, দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদের সকলের। দুর্নীতির কারনে আমাদের দেশের লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলে ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন।  এবং সকলকে দুর্নীতি বিরুদ্ধে সচেতন করার আহ্বান করার জানান  ও দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা, রাজনৈতিক অঙ্গীকার এর উপর গুরুত্বারোপ করেন। এছাড়া যুব সমাজকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসার জন্য আহ্বান করা হয়।

 

বক্তারা বলেন এখন থেকে প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। দুর্নীতির কুফল সর্ম্পকে ধারনা দিতে হবে। এছাড়া সরকারী -বেসরকারী প্রত্যেকটি সেক্টরের প্রধানরা পারেন তাদের অফিস দুর্নীতি মুক্ত করতে। যারা দুর্নীতি করেন তারা জাতি ও সমাজের শুত্রু বলে অভিহিত করেন বক্তারা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত