সাংবাদিক আলমগীর মানিককে হুমকির প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন

Published: 05 Dec 2018   Wednesday   

রাঙামাটির সাংবাদিক আলমগীর মানিককে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।


সমাবেশে বক্তারা সাংবাদিক আলমগীর মানিককে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী তিনদিনের মধ্যে হুমকিদাতা কুনেন্টু চাকমা ও তার সংগঠন ইউপিডিএফ এর পক্ষ থেকে ভূল স্বীকার করে ক্ষমা চাওয়ার আহবান জানান। অন্যথায় ইউপিডিএফের পাঠানো কোনো ধরনের সংবাদ বিজ্ঞপ্তিসহ সাংগঠনিক খবর না ছাপানো থেকে বিরত থাকার ঘোষনা দিয়েছেন।


জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি সাংবাদিক সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্যে দেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টাস ইউনিটি’র সহ-সভাপতি হারুনুর রশিদ, সাপ্তাহিক পাহাড়ের সময় পত্রিকার সম্পাদক মিল্টন বড়–য়া, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলাভিশন এর প্রতিনিধি নন্দন দেবনাথ, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএ টিভির স্টাফ রিপোর্টার মোঃ সোলায়মান, সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভি’র প্রতিনিধি হিমেল চাকমা, রাঙামাটি জার্নালিষ্ট নেটওয়ার্কের সভাপতি নিউ এইজ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক শান্তিময় চাকমা ও রাঙামাটি জার্নালিষ্ট এসোসিয়েশনের সহ-সভাপতি একাত্তর টিভি’র প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস। সমাবেশ পরিচালনা করেছেন রাঙামাটি সাংবাদিক ফোরামের সহ-সভাপতি চ্যানেল আই রাঙামাটির প্রতিনিধি মনসুর আহাম্মেদ। এসময় রাঙামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা আরো বলেন এর আগেও রাঙামাটিসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের হুমকি-ধামকি মামলা-হামলাসহ হত্যা করেও সাংবাদিকদের কলমকে স্তব্ধ করতে পারেনি কুচক্রি মহল। তাই পাহাড়ের অস্ত্রধারীরাও তাদের অস্ত্রের ক্ষমতা দেখিয়ে পার্বত্যাঞ্চলের সাংবাদিকদের কলমকে থামিয়ে দেওয়ার চেষ্ঠা করছে। এমতাবস্থায় অস্ত্রের সাথে কলমদিয়েই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটির গণমাধ্যমকর্মীরা।


এদিকে, মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে তাকে বিষয়টি অবহিত করে আলমগীর মানিককে হুমকি দাতাকে আইনের আওতায় আনাসহ রাঙামাটির সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহবান জানান। এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বিষয়টি অবহিত হয়েছেন জানিয়ে এই ব্যাপারে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট্যদের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।


উল্লেখ্য, গেল ১৮ নভেম্বর আলমগীর মানিকের মুঠোফোনে ইউপিডিএফফের বিরুদ্ধে কোনো ধরনের নিউজ না করতে নিষেধ করে অন্যথায় প্রাণনাশের হুমকি প্রদান করা হয়। এই ঘটনার দিনই কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন আলমগীর মানিক।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত