পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক উন্নয়নে ইক্ষু ও গুড় উৎপাদনে গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা

Published: 03 Dec 2018   Monday   

পাহাড়ে তামাক চাষ মাটির উর্বরতা নষ্ট করছে। তামাক চাষকে নিরুৎসাহিত করতে পার্বত্য এলাকায় ব্যাপক হারে আখ চাষ বাড়াতে হবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় তামাক চাষের বিকল্প হিসেবে চাষীদের আখ চাষসহ আদা, হলুদ, তুলা ও অকিট ফুল চাষে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। শীঘ্রই তিন পার্বত্য জেলায় এই প্রকল্প কাজ শুরু হবে।

 

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে আর্থ সামাজিক উন্নয়নে ইক্ষু, সাথী ফসল ও গুড় উৎপাদনে গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ এ কথা বলেন। রাঙামাটি আশিকা কনভেনসন হলে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট এই কর্মশালার আয়োজন করে।

 

ইনষ্টিটিউটের প্রকল্প ব্যবস্থাপক এবিএম মফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় কৃষি বিদ প্রনব ভট্টচার্য, কৃষি বিদ কাজল তালুকদার, কৃষি বিদ আলী আহমদ ও প্রবণ কুমার চাকমা বক্তব্য রাখেন।

 

কর্মশালায় রাঙামাটি বিভিন্ন উপজেলা থেকে ইক্ষু চাষী, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত