বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২১তম বর্ষপূর্তি’তে আলোচনা সভা

Published: 03 Dec 2018   Monday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ২১ তম বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিলাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি,বিলাইছড়ি থানা কমিটির আয়োজনে বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনসংহতি সমিতির(জেসএস) জেলা কমিটির সদস্য কানন কুসুম তঞ্চঙ্গ্যা। জেসএস বিলাইছড়ি থানা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসএস বিলাইছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক ও এম,পি প্রতিনিধি বীরত্তম তঞ্চঙ্গ্যা, জেসএস বিলাইছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক ও এম,পি প্রতিনিধি টিপু চাকমা, মহিলা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য উৎপলা চাকমা, বিলাইছড়ি মহিলা সমিতির সভানেত্রী অরুনা দেবী চাকমা, জেসএস বিলাইছড়ি থানা কমিটির সদস্য ও ১ নং বিলাইছড়ি ইউপির চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, জেসএস বিলাইছড়ি কমিটির সদস্য ও ২নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমর জীব চাকমা ও বিলাইছড়ি জেসএস সদস্য রমাকান্ত আমু প্রমূখ। বিলাইছড়ি জে,এস,এস এর দপ্তর ও সহ-সাধারণ সম্পাদক সুমন্ত তঞ্চঙ্গ্যা ও যুব সমিতির সাধারণ সম্পাদক রাজিব তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেসএস বিলাইছড়ি থানা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। সভাপতি,  প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও আরও বক্তব্য রাখেন বিলাইছড়ি যুব সমিতির সভাপতি সুনীল তঞ্চঙ্গ্যা।

 

বক্তারা  অভিযোগ করে বলেন, বপার্বত্য চুক্তির একুশ বছর অতিবাহিত হলেও এখনো চুক্তির মৌলিক ধারাগুলো অবাস্তবায়িত রয়ে গেছে। অনেকের রক্তের এবং অনেক মা-বোনের ইজ্জতের বিনিময়ে একটু শান্তিতে বসবাসের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু চুক্তির পরও সেই আগের মত নির্বিচারে হত্যা, নারী ধর্ষণ, সাধারণ জনগণের উপর দমন নিপীরন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বুদ্ধ মূর্তি ভাঙ্গাসহ বিভিন্ন ধরণের হয়রানি মূলক মামলা দেয়া হচ্ছে। তারা সরকারের কাছে প্রশ্ন রাখেন আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে কি দোষ করেছি? কেন আমরা স্বাধীনভাবে সভা, সমাবেশ ও জনসংযোগ করতে পারিনা ? কেন মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করা হচ্ছে ?

 

বক্তারা  সরকারের প্রতি আহবান  জানিয়ে অবিলম্বে গণতান্ত্রিকভাবে আলোচনার মাধ্যমে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হয়। এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে যেন গণতান্ত্রিকভাবে বিভিন্ন সভা সমাবেশ করতে দেয়া হয়। তাহলে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরে আসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত