পার্বত্য চুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের প্রীতি ক্রিকেট ম্যাচ

Published: 03 Dec 2018   Monday   

পার্বত্য চুক্তির ২১ তম বর্ষপূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ সোমবার কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) মাঠে অনুষ্ঠিত হয়।

 

খেলায় কাপ্তাই জোন এবং স্থানীয় পাহাড়ী - বাঙ্গালি খেলোয়াড় একাদশ অংশ নেয়। ১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করে কাপ্তাই জোন  ৯ উইকেট হারিয়ে ১৪৩  রান করে। জবাবে পাহাড়ী- বাঙ্গালি একাদশ ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে। ফলে কাপ্তাই জোন ১৮ রানে জয়ী হয়। খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রীতি ক্রিকেট ম্যাচ এর উদ্বোধন করেন কাপ্তাই জোন অধিনায়ক লেঃ কর্নেল শেখ মাহামুদুল হাসান। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, বিএসপিআই`র  অধ্যক্ষ আশুতোষ নাথ, কাপ্তাই জোনের উপ- অধিনায়ক মেজর হাসান আরিফুর রহমান,কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  নুরনাহার বেগম, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, জীবতলি ইউপি চেয়ারম্যান সুদত্ত চাকমা(কার্বারী), মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, বর্তমান সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ  কাপ্তাই জোনের বিভিন্ন পদবীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বিএসপিআই`র শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রচুর ক্রীড়ামোদী দর্শক উপস্হিত ছিলেন। প্রীতি ক্রিকেট ম্যাচ পরিচালনা করেন বিএসপিআই`র শিক্ষক জুয়েল আহম্মেদ এবং আব্দুল মান্নান। ধারাভাষ্যকারে ছিলেন কাপ্তাই জোনের সার্জেন্ট আব্দুল গফুর, ল্যান্স কর্পোরাল ইফতেখার মৃধা এবং বিএসপিআই`র ছাত্র ফাহিম উদ্দিন ও আরিফুল ইসলাম। খেলা শেষে অতিথি বৃন্দ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়া সকল খেলোয়াড়, এ্যাম্পিয়ার এবং ধারাভাষ্যকারদের  মধ্যে সৌজন্য পুরস্কার বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত