লক্ষ্মীছড়িতে প্রথমবারের মতো পার্বত্যচুক্তি’র বর্ণাঢ্য র‌্যালি

Published: 02 Dec 2018   Sunday   

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় রোববার পার্বত্য শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শান্তি র‌্যালি বের করা হয়।

 

রবিবার সকাল ৯টায় র‌্যালিটি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে পার্বত্য জনসংহতি সমিতি(জেএসএস) লক্ষ্মীছড়ি শাখা, লক্ষ্মীছড়ি কলেজ, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীছড়ি কেজি স্কুল, পিএফসি কিন্ডার গার্টেনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।

 

র‌্যালি শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপি মেলার উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান। পরে আলোচন সভা, “শান্তি চুক্তি ও বাংলাদেশ” শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মিজানুর রহমান মিজান।

 

এসময় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অংগ্য প্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান হরিমোহন চাকমাসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় শান্তি কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত