বাঘাইছড়িতে ইউপিডিএফ কালেক্টর আটক

Published: 20 Nov 2018   Tuesday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ডাঙ্গাছড়া এলাকায় মঙ্গলবার  বাঘাইহাট জোনের  একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  ইউপিডিএফের এক সদস্যকে আটক করেছে। তার নাম   বিত্রুমাদিপ্ত চাকমা ওরফে কালাবো  (৩৫)।

 

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে বঙ্গলতলী ইউনিয়নের ডাঙ্গাছড়া এলাকায় বাঘাইহাট জোনের  একটি টহল দল একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ইউপিডিএফের চাদা কালেক্টর  বিত্রুমাদিপ্ত চাকমা ওরফে কালাবোকে আটক করা হয়। তার পিতার নাম সুনিল কুমার চাকমা। এ ব্যাপারে বাঘাইছড়ি থানায় তার বিরুদ্দে কয়েটি মামলা দায়ের করা হয়েছে।


বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্স এম মন্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন তার বিরুদ্দে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।


বাঘাইহাট জোনের জোন অধিনায়ক লেঃ কণেল মো গোলাম আযম বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমার একটি টহল দল  বিত্রুমাদিপ্ত ওরফে কালাকে আটক করতে   সক্ষম হয়। আটকের পর বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত