লামায় চুরি করে শত বর্শীয় গাছ কাটার সময় বিদ্যুত তারে উপর পড়ে সংযোগ বন্ধ, আটক এক

Published: 18 Nov 2018   Sunday   

বান্দরবানের লামায় রাতের আধারে চুরি করে সড়ক ও জনপদ বিভাগের লামা- চকরিয়া সড়কের শত বছর বয়সি একটি তুলাগাছ কাটার সময় ৩৩হাজার কেভির বিদ্যুৎ লাইনের উপর পড়ে বিদ্যুৎ লাইনের চার অংশের তার ছিড়ে গিয়ে লামা ও আলীকদম উপজেলার সাথে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এঘটনায় লামা বিদ্যুৎ বিভাগ ঘটনার সাথে জড়িত মোঃসিদ্দিক আহম্মদ(৪০) নামের একজনকে আটক করা হয়েছে। রোববার লামা পৌর সভার মধুঝিরি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।

 

লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী মোঃ সাজ্জাদ সিদ্দিক জানান, রোববার মধুঝিরি ও নুনার ঝিরি এলাকার চার জনের একটি গাছ চুরের দল ভোর রাতের দিকে শত বছর বয়সি বিশাল আকারের একটি তুলা গাছ চুরি করে নিয়ে যাওয়ার উদ্দ্যেশ্যে গাছটি কাটা অবস্থায় আমাদের ৩৩হাজার কেভির ভোল্টেজের বিদ্যুৎ লাইনের উপর পড়ে চার পয়েন্টে তার ছিড়ে যায় এবং বিদ্যুতের দুটি খাম্বার ক্লোজ আর্ম ও খাম্বা বাঁকা হয়ে যায়।এছাড়া পাশের ১১হাজারকে ভির বিদ্যুৎ লাইনের একটি ইনসেলেটর ভেঙ্গে যায়। আমরা এঘটনায় ঘটনাস্থল থেকে এলাকার মোঃসিদ্দিক আহম্মদনামের একজনকে আটক করেছি। আমরা সড়ক ও জনপদ বিভাগের কর্মকার্তদের সাথে আলাপ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আটক সিদ্দিক আহম্মদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লামা পৌরসভার ৭নং ওর্য়াডের মধুঝিরি এলাকার মৃত জলিল আহম্মদের পুত্র মোঃ জালাল আহম্মদের(৫৩) কাছ থেকে গত শনিবার চার হাজার টাকায় ক্রয় করে নিয়েছি। শনিবার রাত চার টার সময় আরো দু’জন শ্রমিক নিয়ে জালালের রউ পস্থিতিতে আমি তুলা গাছটি কাটার সময় বিদ্যুতের লাইনের উপর পড়ে তার ছিড়ে যায়।


লামা সড়ক ও জনপদ বিভাগের লামা অফিসের সুপারভাইজার রবিজয় চাকমা’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক বিভাগের শত বছর বয়সি গাছকে টেফলার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে কাটা অবস্থায় গাছটি জব্দ করি। আমরা এঘটনায় থানায়মা মলা করার প্রস্তুতি নিচ্ছি।সড়কের গাছ কাটার বিষয়ে পূর্বেও লামা থানায় আরো একটি করা আছে।


লামা থানার অফিসার ইনর্চাজ অপ্পেলারা জুনাহা বলেন, ঘটনাটি শুনছি। আমি তাদের যোগাযোগ করেছি। তারা এবিষয় নিয়ে থানায় অভিযোগ দিবে বলে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত