জুরাছড়ির ছোট পানছড়ি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

Published: 14 Nov 2018   Wednesday   

রাঙামাটির জুরাছড়িতে ছোট পানছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় উর্ধ্বমূখী দুই কক্ষ সম্প্রসারণ নির্মাণ কাজের নিয়ম তোয়াক্কা না করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রকোশৈলী  ভবন র্নিমানের বিষয়টি তিনি অবগত নন বলে জানিয়েছেন।


অভিযোগ রয়েছে ত্রিশ লাখ টাকার ব্যয়ে গেল ২০১৬-২০১৭ অর্থ বছরে কাজ শেষ করার কথা থাকলেও র্দীঘ ১০ মাসেরও অধিক সময় পর্যন্ত অরক্ষিতভাবে খোলা অবস্থায় রাখা সিমেন্ট দিয়ে, কাদামিশ্রিত বালি ও জলে(শেওলা) ধরা ইট দিয়ে ওয়ালের গাথুনীর কাজ করা হয়েছে। যা তদারকি কর্তৃপক্ষ কোন খবর রাখেন না। উক্ত নিম্নমানের মালামাল দিয়ে ত্রুটিপূর্ণ কাজ সাময়িক বন্ধ রেখে নতুন সিমেন্ট দিয়ে কাজ করতে বলা হলেও সংশ্লিষ্ট ঠিকাদার মো: বাবুল উক্ত নষ্ট সিমেন্ট, কাদা মিশ্রিত বালি ও জলে (শেওলা) ধরা ইট দিয়ে দুই তিন দফায় কখনো মিস্ত্রি কখনো বা জোগালী (অদক্ষ মিস্ত্রি) দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। এ প্রকল্প কাজের দায়িত্ব প্রাপ্ত উপসহকারী প্রকৌশলীসহ সহকারীকে বিষয়টি একাধিকবার বগত করা হলেও বিষয়টির কোন সুরাহা হয়নি । বরং ওই নষ্ট হওয়া সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছে। উক্ত নিম্নমানের সিমেন্ট (দীর্ঘ ১০ মাসের অধিক সময় ধরে খোলা অরক্ষিত অবস্থায় মজুত থাকা ) কাদামিশ্রিত বালি ও শেওলা ধরা ইট ব্যবহার করে নির্মিত কক্ষগুলোতে কঁচিকাঁচা শিক্ষার্থী ও শিক্ষকদের ভবিষ্যত নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে বলে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকার সাধারণ মানুষের অভিযোগ। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকারের কোন বক্তব্যে পাওয়া যায়নি।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তিকণা চাকমা জানান,পিইডিপি-৩ (২০১৬-২০১৭) অর্থ বছরের দুই কক্ষ বিশিষ্ট ভবন নির্মাণের করার কথা। বিষয়টি উপ-সহকারী প্রকোশলী গোলাম রসুলকে অবগত করা হয়েছে। এছাড়া বার বার জুরাছড়ি প্রকৌশল অফিস কর্তৃপক্ষকে জানানো হলেও কোন পদক্ষপ নেয়নি। বরং মেয়াদ উর্ত্তীণ হয়ে যাওয়া সিমেন্ট, কাদাবালি, আর শেওলাধরা ইট দিয়ে ঠিকাদার কাজ করছেন এবং উর্দ্বমূখি পিলারগুলোর ডিজাইন পরির্বতন করে আয়তনে ছোট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


এ ব্যাপারে উপজেলার দায়িত্ব প্রাপ্ত প্রকোশৈলী মো: মনিরুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ভবন র্নিমানের বিষয়টি তিনি অবগত নন বলে জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত