সভাপতি রিমেশ, হিরন সম্পাদক পদে নির্বাচিত

Published: 07 Nov 2018   Wednesday   

শিক্ষকের মর্যদা জয় হোক- এ শ্লোগান কে নিয়ে বুধবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

 

 নতুন কমিটিতে রিমেশ চাকমা সভাপতি মোঃ কামরুল হাছান সহ সভাপতি হিরন কুমার অধিকারী সাধারন সম্পাদক পূন্যবান চাকমা সাংগঠনিক সম্পাদকও লুপা চাকমাকে অর্থ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদায় কমিটির সভাপতি মিলিন্দ চাকমা। প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শামছুদ্দীন মাসুদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির বিদায় কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল হাছান। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুৃলিন বিহারী চাকমা জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক সুমিত্র চাকমা  নানিয়ারচর উপজেলা সহকারি শিক্ষক সমিতির সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক তারেক সালাউদ্দিন সাংগঠনিক সম্পাদক আবু নাসের আতিক বেগম গঞ্জ উপজেলা সহকারি শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক মোঃ মহসীন লক্ষীপুর সদর সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক মোঃ আনোয়ার রামগঞ্জ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মোঃ সেলিম দৈনিক পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি নিরত বরন চাকমা সহ বরকল উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সদস্য সদস্যা ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।

 

আলোচনা শুরুতেই প্রধান অতিথি বিশেষ অতিথি ও সম্প্রতি চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও বেতন বৈষম্যর ব্যাপারে তুলে ধরেন। শিক্ষকদের এসব সমস্যা সমাধান করতে হলে সহকারি শিক্ষকদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত