হয়রানীর প্রতিবাদে রাঙামাটিতে সংবাদ সম্মেলন

Published: 05 Nov 2018   Monday   

রাঙামাটিতে মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ তালুকদার ও  তার সন্তান ফারুক আহম্মদ তালুকদার বিপুর অপকর্মের বিরুদ্ধে সোমবার সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও এলাকাবসাীরা।

 

শহরের একটি রেষ্টুরেন্টে অয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন মোঃ এমমাদুল হক। এসময় মোঃ ফারুক আহম্মেদ ও এলকাাবাসীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয় গত ২৭ অক্টোবর বিকালে পুরাণ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীর সম্ভাব্য পরাজয় ভেবে নির্বাচন বানচাল করতে নির্বাচনী সভায় চলাকালীন বিদ্যালয়ের এক শিশুর অবিভাবক নেজামুল হককে মাথায় ছুরিকাঘাত করে ফারুক আহম্মদ তালুকদার বিপু। নেজামুল এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় আহত নেজামুলের স্ত্রী ফারুক আহম্মদ তালুকদার বিপুর বিরুদ্ধে থানায় মামলা করলে ছেলেকে বাঁচাতে পরদিন নিজের উপর হামলা হয়েছে অভিযোগ করে পরদিন মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার নিয়ে সাংবাদিক সম্মেলন, মানববন্ধন করেন মোজাফ্ফর আহম্মদ তালুকদার। পরে পুরাণ পাড়ার একাধিক ব্যাক্তি ও জনপ্রতিনিধির নামে থানায় মামলা দেন মোজাফ্ফর আহম্মদ তালুকদার।

 

, সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, গত ২৯ অক্টোবর সোমবার কোর্ট বিল্ডিং চত্বরে কাজীর ছেলে ফারুক আহম্মদ নাকি তাকে হত্যার হুমকি দিয়েছে এবং আমি এমমাদুল ইসলাম নাকি যা টাকা লাগবে তাকে দিব বলেছিলাম। যা সর্ম্পূণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য। কেননা আমি অমর কাজীর ছেলে ফারুক আহম্মদ এসিআই কোম্পানীতে চাকুরী করি এবং সেইদিন আমি কোম্পানী সিডিউল মোতাবেক রাঙামাটির অদুরে নানিয়ারচর উপজেলায় মাল সেল দিতে যাাই এবং রাত আনুমানিক ৮টার দিকে রাঙামাটি ফিরে আসি। তা হলে আমি কিভাবে তাকে হুমকি দিতে পারি। এতেই প্রমাণ হয় যে, তার ছেলেকে বাঁচানোর জন্য মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহম্মদ তালুকদার মিথ্যা বানোয়াট সাংবাদিক সম্মেলন করে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছেন।

 

সংবাদ সম্মেলনে   অভিযোগ করা হয়,  বিপু বাঘাইছড়ি উপজেলায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কিন্তু তার কর্মস্থলে থাকে না। রাঙামাটি শহরে অবস্থান করে ইয়াবা ব্যবসার নেতৃত্ব দেন। পাশাপাশি জেলা প্রশাসক কার্যালয়ে আসবাবপত্র পারমিটে দালালীর কাজের নেতৃত্ব দেন।

 

এদিকে ফারুক আহম্মদ তালুকদার বিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি এ  অভিযোগের কথা অস্বীকার করে জানান, যারা  তার বাবা ও তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছে তারাই তাকে এবং তার স্ত্রীকে মারধর করেছে। তার স্ত্রীর কি অপরাধ ছিল মারধর করেছে। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ ঘটনার বিচার দাবী জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত