রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নরওয়ের রাষ্ট্রদূত ও সুইডিশ প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাত

Published: 05 Nov 2018   Monday   

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এবং সুইডিশ দূতাবাসের হেড অব দা মিশন এর একটি যৌথ টিম সোমবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে  সৌজন্য সাক্ষাত করেছেন।

 

পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার অফিস কক্ষে সাক্ষাতকালে প্রতিনিধিদল রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা সম্পর্কে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চান।

 

চেয়ারম্যান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, জেলা পরিষদ সরকারি সহযোগিতায় এবং হস্তান্তরিত বিভাগের সমন্বয়ে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম সম্পাদন করে যাচ্ছে। একইভাবে ইউএনডিপির অর্থায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। প্রত্যন্ত এলাকায় ইউএনডিপি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে ম্যালেরিয়ায় মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে এবং কৃষিক্ষেত্রে স্থানীয় কৃষকদের দক্ষতা সৃষ্টির পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদনে বিরাট পরিবর্তন এসেছে।

 

তিনি এলাকার আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবায় অধিকতর বিনিয়োগ এবং সনাতন পদ্ধতির কৃষি ব্যবস্থার পরিবর্তে মিশ্র ফলের বাগান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে সফররত প্রতিনিধিদলের কাছে মত ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন সরকারি উদ্যোগের পাশাপাশি বিদেশী দাতাদের সহযোগিতা এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সৌজন্য সাক্ষাতে নরওয়ের টিমে ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিটজেল বেলকেন, ডেপুটি হেড অফ মিশন ট্ররস জুলিয়ান জেগার সেনেবাগ,্এ্যামেসেডর স্পোয়াস টর এন্ড্রেয়াস টরহাগ, সিনিয়র এডভাইজার মোরশেদ আহমে এবং সুইডিশ টিমে ছিলেন  হেড অফ ডিপার্টমেন্ট মিশন এনডার্স ওরাসটম,সেকেন্ড সেক্রেটারী পলিটিকেল এন্ড ট্রেড ইলভা ফেস্টন,প্রোগ্রাম অফিসার  এন্ড জেন্ডার একুয়ালিটির রীনা খান্না,ইউএনডিপির সিএইচডিপির প্রজেক্ট ম্যানেজার  প্রসেনজিত চাকমা ও ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা।

 

পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য সবির কুমার চাকমা, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদস্য থোয়াই চিং মারমা, সদস্য মোঃ জানে আলম এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত