রাঙামাটিতে যুবদলে সংঘর্ষে ৬ নেতাকর্মী আহত

Published: 04 Nov 2018   Sunday   

রোববার রাঙামাটিতে জেলা যুব দলের  দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় দুই নেতাসহ ৬ জন আহত হয়েছেন।  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  পূর্বনির্ধারিত  আলোচনা সভা ছিল। আহতরা  হলেন ৪নং ওয়ার্ড যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শাকিল(২৮), তার সহোদর মোঃ শামীম(২২) ও জেলা যুবদলের যুগ্ন সম্পাদক বাবলু। এরমধ্যে শাকিল ও শামীমকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ শাকিল (২৮) বলেন, রোববার বিকেলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার কর্মসুচি ছিল।  দুপুরের দিকে শহরের কাঠালতলীতে দলীয় কার্যালয়ে তারা অবস্থান করছিলেন। এসময় ৪নং পৌর ওয়ার্ড যুবদলের সদস্য খোরশেদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি নান্টু রিভলবার হাতে নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। দলীয় কোন্দলের কারণেই এমনটা ঘটেছে বলেও দাবী কওে হামলায় ৬ জন আহত হয়েছেন বলে দাবী করেন তিনি।

 

রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম মারামারির ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবী করে বলেছেন, এঘটনার জেরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বনির্ধারিত রোবারের আলোচনা সভা বাতিল করা হয়েছে।  তিনি আরো অভিযোগ করে আরো বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা বানচাল করতেই সরকার দলের ষড়যন্ত্রে এ ঘটনা ঘটেছে।

 

কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় দলটি নিজেরাই কর্মসুচি বাতিলের ঘোষণা দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত