ঢাকায় পিসিপির ২৪তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন

Published: 03 Nov 2018   Saturday   

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ২৪তম কেন্দ্রীয় কাউন্সিল  শুক্রবার  সম্পন্ন হয়েছে। কাউন্সিলে বিপুল চাকমাকে সভাপতি ও সুনয়ন চাকমাকে সাধারণ সম্পাদক এবং অমল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।   

  

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রজেন্টু চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, ঢাকায় পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে পুরো দিনব্যাপী কাউন্সিলে  আলোচনা সভায়  পিসিপি’র বিদায়ী কেন্দ্রীয়  সভাপতি বিনয়ন চাকমার সভাপতিত্বে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা উপজেলাসহ বিভিন্ন শাখাসমুহের নেতৃবৃন্দ। বিদায়ী কমিটির সহ-সভাপতি বিপুল চাকমা সংগঠনের কেন্দ্রীয় রিপোর্ট পেশ করেন। অনুষ্ঠান পরিচালনা করে সাংগঠনিক সম্পাদক সুনয়ন চাকমা ও সহসাধারণ সম্পাদক অংকন চাকমা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা পরিচালনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে শাখা প্রতিনিধিরা নিজ এলাকার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।

 

বক্তারা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শাসকগোষ্ঠী ও তার দালালদের ছাত্র সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে অব্যাহতভাবে।কারণ তারা জানে ছাত্র সমাজকে বিভক্ত করতে পারলে তাদের হীন পরিকল্পনা বাস্তবায়ন করতে সহজ হয়। এই ষড়যন্ত্র রুখতে বর্তমান ছাত্র সমাজের  ঐক্যবদ্ধ হওয়া অত্যান্ত জরুরী। তাই সমস্ত সংকীর্ণতা ঝেরে ফেলে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে।

 

ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা বলেন, সমস্ত বাধা ছিন্ন করে পিসিপি’কে লড়াই সংগ্রাম এগিয়ে নিতে হবে।সংগঠনের ও জনগণের অধিকার আদায়ের কাজের জন্য পিসিপি নেতাকর্মীদের সদা প্রস্তুত থাকতে হবে।ন্যায্য অধিকার পূর্ণস্বায়ত্তশাসন আদায় না হওয়া পর্যন্ত পিসিপিকে কঠিন থেকে কঠিন কাজ ও লড়াই চালিয়ে যেতে হবে।

 

তৃতীয় পর্বে সকলের সম্মতিতে নতুন কমিটি নির্বাচন ও শপথ নামা পাঠ করা করা হয়। কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি বিনয়ন চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত