রাঙামাটিতে পিবিসিপির ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন

Published: 03 Nov 2018   Saturday   

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


পিবিসিপির রাঙামাটি জেলা শাখা প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মোমেনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিবিসিপির কার্যালয়ে রাঙামাটি জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মু.ইব্রাহিম মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক আবদুল্লাহ আলমো মিনের।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিবিসিপির কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও সাবেক রাঙামাটি জেলা সভাপতি মো:আলমগীর হোসাইন, পার্বত্য নাগরিক পরিষদের জেলা আহবায়ক মো:জামালউদ্দীন,পিবিসিপি জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,লংগদু উপজেলা সভাপতি মোঃআনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন,সাংগঠনিক সম্পাদক শামসুল আলম,পার্বত্য নাগরিক পরিষদের লংগদু উপজেলা আহব্বায়ক মাওলানা মোশারফ হোসেন, যুগ্ন সম্পাদক ইউছুপ আলি,রাঙামাটি সরকারি কলেজ শাখার সহসভাপতি মোঃরবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুনায়েদ, সদস্য আবুবক্কর, পৌর আহব্বায়ক মোঃ ইউছুপ, সদস্য সচিব জামিল, এটিআই সভাপতি নাঈম বরকল উপজেলা সভাপতি আল আমিন, সহসভাপতি রাজু,প্রচার সম্পাদক ইসমাইলসহ জেলা ও জেলার বিভিন্ন উপজেলার সভাপতি এবং কলেজ নেতৃবৃন্দরা।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজাতি কোটা বাতিল করে সর্বক্ষেত্রে জণসংখ্যাঅনুপাতে পার্বত্য কোটা চালু, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের নামে পার্বত্য এলাকা থেকে বাঙালি উচ্ছেদ বন্ধ,পার্বত্য চট্রগ্রাম টাস্কফোর্স কর্তৃক অবৈধ পূণর্বাসন ষড়যন্ত্র বন্ধসহ বিভিন্ন দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত