রাঙামাটির চেলাছড়া দশবল বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব

Published: 02 Nov 2018   Friday   

শুক্রবার রাঙামাটির কাউখালী উপজেলার বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব চেলাছড়া দশবল বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে নানান বয়সী বৌদ্ধ ধর্মালম্বী নারী-পুরুষ অংশ নেন।

 

বিহার প্রাঙ্গনে আয়োজিত ১১তম কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্ম দেশনা দেন সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাস্থবির, জ্ঞাননন্দ মহাস্থবির প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারী পলিটেনিকেল ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসা। বিশেষ অতিথি ছিলেন ৩নং ঘাগড়া ইউপির চেয়ারম্যান জগদীশ চাকমা। বক্তব্যে দেন বিহারের দাতা বসন্ত কুমার চাকমা, বিহারী চাকমা, মঞ্জিষ্ঠা চাকমা প্রমুখ।

 

এর আগে বুদ্ধ ধর্মীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে পঞ্চলশীল প্রার্থনা,অষ্টপরিস্কার দান, কঠিন চীবর, কল্পতরু, হাজার বাতি ও বুদ্ধ মূর্তি দান উৎস্বর্গ করা হয়। বিকালে প্রদীপ প্রজ্জালন, আকাশ প্রদীপ উড়ানো ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

ধর্মীয় দেশনায় বৌদ্ধ ধর্মীয় গুরুরা কৌশল কর্ম, সৎ চেতনা ও সৎ জীবন নিয়ে জীবনযাপন করতে এবং সকল প্রাণীর প্রতি মৈত্রী, অহিংসা ভাব পোষন  করে সকলকে বুদ্ধ ধর্ম পালনের জন্য হিতোপোদেশ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত