রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 18 Oct 2018   Thursday   

বৃহস্পতিবার বিকালে রাঙামাটিতে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

 

শহরের শহীদ মিনার ঘাটে কাপ্তাই হ্রদে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিযার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ও পুলিশ সুপার আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার উর্দ্ধতন কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকার্তারা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে শত শত দর্শকের সমাগম ঘটে শহীদ মিনার ঘাটে।

 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক দল অংশ নেয়। এছাড়া মহিলাদের কায়াক নৌকার প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দলকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী দলকে ৩০ হাজার টাকা ও তৃতীয় বিজয়ী দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত