নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফের এক কর্মী নিহত

Published: 17 Oct 2018   Wednesday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের বিহার পাড়া এলাকায়  বুধবার সন্ধ্যার ৭টার দিকে দুর্বৃৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম শান্তি চাকমা(৩৫) ওরফে শান্ত। তবে এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফের পক্ষ থেকে প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করলেও অস্বীকার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল  বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের বিহার পাড়া এলাকায় গণতান্ত্রিক ইউপিডিএফের কর্মী শান্তি চাকমা ওরফে শান্ত বাড়ীর পাশে টিউবওয়েলে গোসল করছিলেন।  এসময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য অতর্কিকে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ী উপজেলার বুড়িঘাট ইউনিয়নের মোবাছড়ি গ্রামে। ঘটনার পর স্থানীয় লোকজন খবর দিলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন দল জড়িত তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

 

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ সত্যতা স্বীকার করে জানান, পুলিশ নিহত শান্ত চাকমা নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি।

 

এদিকে এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফের নেতা তজিম চাকমা প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

 

উল্লেখ্য, গেল বছর ৫ ডিসেম্বর খাগড়াছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে  তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাা ও জলায়ে চাকমা ওরফে তরু দল ত্যাগ করে গণতান্ত্রিক ইউপিডিএফ নামের একটি সংগঠনের আত্নপ্রকাশ করে।  এ সংগঠনটি আতœপ্রকাশের পর  গত ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির(সংস্কারবাদী) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে দুর্বৃত্তরা ব্রাশফায়ারে করে হত্যা করে। পর দিন  ৪ মে শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত হন। এ নিয়ে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফ সাথে এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতি(সংস্কারবাদী) ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে ভ্রাতৃঘাতি সংঘর্ষে  গেল ১১ মাসে ৪০ জন নিহত হলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত