বরকলে ১৩টি গ্রামে নতুন বিদ্যুৎ লাইন সংযোগের জন্য দাবী

Published: 17 Oct 2018   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলা সদর ছাড়া আশে পাশের অন্যান্য গ্রাম গুলোতে কোন বিদ্যুৎ সংযোগ নেই। সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুৎতের আওতায় আনার জন্য লিখিত ভাবে দাবী জানানো হয়েছে।

 

উপজেলা সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলো হচ্ছে- সাক্রাছড়ি অড়াছড়ি, আইমাছড়া জগন্নাথছড়া চাইল্যাতুলি,কলেজ পাড়া ভুদোছড়া মরাউজ্জ্যাংছড়ি লুদিবাঁশছড়া গরগুরিছড়া ডাকভাঙ্গা দেওয়ানচর ও পূর্বকদম তুলি গ্রাম। এসব বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনার জন্য গেল ৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের বরাবরে লিখিত দাবী জানিয়েছেন বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা ।

 

 গেল ২০১৫ সালের ৩ ডিসেম্বর বরকল উপজেলা সদরের ১১কেভি বিদ্যুৎ সংযোগ লাইন উদ্ভোধন করেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং। উদ্ভোধনের সময় প্রতিমন্ত্রীরা বলেছেন বরকল উপজেলার বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হবে। তার ধারাবাহিকতায় বরকল উপজেলা সদরের আশে পাশের বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনা হলে ওই গ্রামের মানুষদের জীবন ধারায় যেমনি পরিবর্তন আসবে তেমনি সরকারে ঘরে ঘরে বিদ্যূৎ সংযোগ দেয়া এ উদ্যোগটির সফলতা ফিরে পাবে বলে মনে করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা।

 

বিদ্যুৎ বিহীন গ্রাম গুলোকে বিদ্যুতের আওতায় আনার ব্যাপারে জানতে চাইলে তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ নুরুল আলম জানান লিখিত আবেদন পত্রটি প্রকল্প পরিচালকের কার্যালয় হয়ে ঘুরে এসে তার হাতে এসেছে। তিনি প্রকল্পে অর্ন্তভুক্ত করে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত