মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ

Published: 17 Oct 2018   Wednesday   

অসহায় শিক্ষিত  মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। এরই অংশ হিসেবে  বুধবার তার ব্যক্তিগত তহবিল থেকে  ৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

 

ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সেলাই মেশিন প্রদান কালে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ,আবুল হাসেম, মোঃ মামুন, মাঈনুল ইসলাম মনা, আবিল হাসনাত খোকন, ফুশকারা বেগম, হোসনে আরা বেগম ভানু, নয়ন আক্তার, সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দীন সুমন, সাধারণ সম্পাদক এ আার লিমন,উপজেলা ছাত্রলীগ সহসভাপতি মোঃ আল- আমীন, মোঃ নবী, ছাত্রলীগ নেতা মাকসুদুর রহমান মামুন প্রমুখ।

 

ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর দৃষ্টি আর্কষন করা হলে তিনি বলেন,  পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদারের নির্দেশে ইউনিয়ন এলাকার শিক্ষিত অসহায় মহিলাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ব্যক্তিগত তহবিল থেকে এধরনের সহযোগীতা করা হচ্ছে বিধায় একসাথে অনেকজনকে সেলাই মেশিন দেওয়া সম্ভব হচ্ছেনা। তবে এধরনের সহযোগীতা অব্যাহত থাকবে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত