রাঙামাটিতে জেএসএসের চিকিৎসা বিভাগের ২ সদস্যকে চাদা রশিদসহ আটক

Published: 16 Oct 2018   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে যৌথবাহিনী গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ল্যাপটপ, চাদা আদায়ের রশিদ বইসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস) সমর্থিত  চিকিৎস বিভাগের ২জনকে করেছে। এরা হলেন সঞ্জয় চাকমা(২৪) ও বিকি চাকমা(২৬)।

 

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপণ সংবাদের ভিত্তিতে রাঙামাটি সদর জোন ২০বীরের মেজর মো.হাসানের নেতৃত্বে যৌথবাহিনীর  একটি দল মঙ্গলবার দুপুরের দিকে ট্রাইবেল আদামের একটি বাড়ীতে অভিযান চালায়। এসময়  একটি বাড়ীতে ঘেরার পর তল্লাশী চালিয়ে  জেএসএস এর চিকিৎসা বিভাগের সদস্য সঞ্জয় চাকমা ও বিকি চাকমাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭টি ল্যাপটপ, চাঁদার আয়-ব্যয়ের হিসাব বই,চিকিৎসার তালিকা,আন্দোলনের দিক নির্দেশিকা বই ওে বশ কিছু চাঁদার রশিদ বই উদ্ধার করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

 

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মীর জাহেদুল হক জানান,শহরের ট্রাইবেল আদম থেকে যৌথবাহিনী দুই চাঁদাবাজকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত