মহালছড়িতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

Published: 16 Oct 2018   Tuesday   

খাগড়াছড়ির মহালছড়িতে মঙ্গলবার “কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব” প্রতিপাদ্য বিষয় নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর এর আয়োজনে সম্প্রসারন অধিদপ্তর এর কার্যালয়ের প্রাঙ্গন থেকে  একটি র‌্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা, মহালছড়ি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তুষার কান্তি চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

 

আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে সকল প্রকার কর্মসূচী গ্রহন করেছেন। ২০৩০ সালের মধ্যে বিশে^র মধ্যে এ দেশকে দারিদ্র ও ক্ষুধামুক্ত দেশ হিসেবে পরিগণিত হবে।  সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত