বুধবার থেকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

Published: 15 Oct 2018   Monday   

দীর্ঘ চার বছর পর আগামী বুধবার থেকে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হচ্ছে। মাস ব্যাপী এ লীগ পদ্ধতিতে খেলোয় ১২টি ক্লাব অংশ নিচ্ছে।

 

সোমবার রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা পুলিশ সুপার আলমগীর কবীর এ ঘোষনা দেন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল। দীর্ঘ চার বছর পর জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কার্যকরী কমিটি দায়িত্ব নেয়ার পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আর্থিক সহযোগিতায় এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এ ফুটবল লীগ আগামী বুধবার মনোজ্ঞ  নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, এ ফুটবল লীগের মূল উদ্দেশ্য হচ্ছে  এ অঞ্চলের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলোয়াড়দের তুলে এনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উপস্থাপন করা।  বিশেষ করে এ অঞ্চলের  ফুটবল খেলোয়াড়রা শারীরিক কাঠামো দিক থেকে সমতল অঞ্চলের  চেয়ে অনেক এগিয়ে। যার কারণে এই ফুটবল লীগের এ অঞ্চলের খেলোয়াড়দের উপস্থাপন করা মূল উদ্দেশ্য।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, জলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ১২টি প্রথম বিভাগ ফুটবল ক্লাব অংশ গ্রহন করছে। জেলার দশ উপজেলার প্রত্যান্ত এলাকার ফুটবল খেলোয়াড়রা এই ফুটবল লীগে অংশ গ্রহন করার সুযোগ রয়েছে।

 

অংশ গ্রহনকারী ক্লাবগুলো হল, ছদক ক্লাব, উইন ষ্টার ক্লাব,ইয়ত স্পোটিং ক্লাব, রাইজিং ষ্টার স্পোটিং ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব, প্রতিভা ক্লাব, ব্রাদার্স স্পোটিং ক্লাব,সবুজ সংঘ ক্লাব, সৃজন স্পোটিং ক্লাব, আবাহনী ক্রীগা চক্র, জেলা মুকুল ফৌজ ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কর ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ পর্যায়ের খেলায় ছদক ক্লাব বনাম উইন ষ্টার ক্লাবের মধ্যকার অুনষ্ঠিত হবে।  প্রথম রাউন্ডে গ্রুপ পর্যায়ে এবং দ্বিতীয় রাউন্ডে সুপার লীগ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সন্মেলনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বরুন দেওয়ান, মামুনুর রশীদ, সাধারন সম্পাদক মোহাম্মদ শফিউল আজমসহ সংস্থার কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত