স্যালভেশনের উদ্যোগে রাঙামাটি কলেজে ‘ক্লীন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস’ অভিযান শুরু

Published: 13 Oct 2018   Saturday   

রাঙামাটির স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘স্যালভেশন’’ এর উদ্যোগে সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে ‘‘ক্লীন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস’’ কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ল শনিবার রাঙামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ‘পরিচ্ছন্নতা শুরু হউক আমার থেকে, মানবতা উজ্জীবিত হউক আমার মাধ্যমে’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


স্যালভেশন এর সভাপতি মো: আইয়ুব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া। এতে প্রধান আলোচক ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশিষ্ট অতিথি ছিলেন, স্যালভেশনের উপদেষ্টা মিসেস সুফিয়া কামাল ঝিমি, মো: আলী আকবর সুমন, মো: হাসমত আলী, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন, রাঙামাটি জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি জগদিশ চাকমা। স্যালভেশনের ইব্রাহিম রিফাত ও সাদিয়া মুন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস প্রিন্সিপাল প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও এ ক্যাম্পাস, পাশাপাশি আমাদের বাড়িঘর, শহর-গ্রাম পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এজন্য আগে আমাদের মনের ক্যাম্পাসটিও ক্লিন করতে হবে। তবেই আমাদের ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস আন্দোলন সফল হবে।


পরে স্যালভেশনের সদস্য ও কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ অতিথিরা কলেজের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত