জুরাছড়িতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

Published: 13 Oct 2018   Saturday   

জুরাছড়ি উপজেলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শনিবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা পরিষদ থেকে র‌্যালীটি বের করে উপজেলাই গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, বিশেষ অতিথি দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতি ময় চাকমা, মৈদং ইউপি সচিব সুমন চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দেসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা বলেন, সামাজিক সচেতনতায় দুর্যোগে একমাত্র বড় ধরনে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারে। সমাজের কিছু শ্রেণীর মানুষ সামাজিক অজ্ঞতার কারণে বার বার বড় ধরণের ক্ষতির গুণতে হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত