বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Published: 13 Oct 2018   Saturday   

“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কনফারেন্স সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কুমার দাশ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রীতি রঞ্জন চাকমা প্রমূখ। বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পনের বিলাইছড়ি প্রতিনিথি সুজন কুমার তঞ্চঙ্গ্যা ও উপজেলা কৃষি ব্যাংক অফিসার কামরুল হাসান। এর আগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়কে প্রদক্ষিণ করে। 

 

সভায় বক্তারা দুর্যোগের সময় ক্ষয়ক্ষতি কমানোর জন্য দুর্যোগ পূর্ববর্তী দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে কি কি করণীয় তা জানানোর মাধ্যমে জনগণের সচেতনতার বাড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত