পার্বত্য চট্টগ্রামের সকল রাজনৈতিক দলের সহিষ্ণুতা ও শ্রদ্ধা পোষণের আহ্বান পার্বত্য নাগরিক কমিটির

Published: 11 Oct 2018   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায প্রতিদ্বন্ধি রাজনৈতিক দলের হামলায় একজন নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রামের সকল রাজনৈতিক দলের প্রতি পরষ্পরের কার্যক্রমের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা পোষণ করার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি।


বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, গত ৮ অক্টোবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খররে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালি ইউনিয়নে মঞ্জু চাকমা (৪৫) নামের এক ব্যক্তি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন বলে নজরে পড়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি বরাবরই রাজনীতিতে সহিংসতা ও হানাহানি পরিহার করে সুস্থ ও গণতান্ত্রিক ধারার রাজনীতির অনুশীলন করার আহ্বান জানিয়ে আসছে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সদস্যদেরকে হত্যা ও পাল্টা হত্যার মাধ্যমে কোন অভিষ্ট কখনই অর্জন করা যায় না। তাই সহিংসতা নয় একমাত্র সংলাপই হচ্ছে সমাধানের পথ বলে পার্বত্য নাগরিক কমিটি মনে করে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত