জুরাছড়িতে বাল্য বিবাহ প্রতিরোধ দিবস মানববন্ধন ও আলোচনা সভা

Published: 09 Oct 2018   Tuesday   

জুরাছড়ি উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রাঙ্গনে রাস্তায় ঘন্টা ব্যাপী সরকারী-বেসরকারী কর্মকর্তা ও নারী সংগঠনের কর্মীরা মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মোঃ সরিফল, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, সমাজ সেবা কর্মকর্তা বিজয় গিরি চাকমা, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিমেন চাকমা প্রমূখ ।

 

সভায় বক্তারা বলেন, পরিবার সমাজ জাতি গোত্র এখন অনেক সচেতন হয়েছে। তার পরেও সমাজে এখনো সঠিক পুরুষের সম মর্যাদায় নারীদের মূল্যায়ন করা হয় না। তারা পদে পদে বিপদের মূখো-মূখি হতে হচ্ছে। অনেক পরিবারে ছেলে সন্তানকে পড়া লেখা-খরচ জোগাতে গিয়ে কন্যা শিশুদের লেখা পড়াব বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি সমাজে অপ্রাপ্ত বয়সে কন্যা শিশুদের দায় এড়াতে বিয়ে দিচ্ছে। এসব বৈষম্য নীতি থেকে সকলকে বেড়িয়ে আসার আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত