দীঘিনালার দূর্বৃত্তের গুলিতে এমএন লারমার জনসংহতি সমিতি কর্মী নিহত

Published: 08 Oct 2018   Monday   

খাগড়াছড়ির দীঘিনালার দূর্গম দাঙ্গা বাজার এলাকায় দূর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত মঞ্জু চাকমা (৪৫) জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী এবং উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে। দীঘিনালা উপজেলা সদর থেকে ঘটনাস্থলের দুরত্ব অন্তত ২৫ কিলোমিটার দূরে। রোববার সন্ধ্যা পোনে ৭টার দিকে এই ঘটনা ঘটেছে।


খাগড়াছড়ির দীঘিনালা-রাঙামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী দাঙ্গা বাজার ইরাংছড়ি এলাকার একটি দোকানের সামনে একদল দূর্বৃত্ত এসে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।


জেএসএস ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত মঞ্জুকে তাদের যুব সমিতির কর্মী দাবী করে ঘটনার জন্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কে দায়ী করেছে। তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।


দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব সত্যতা স্বীকার করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত