জুরাছড়িতে কমিনিউটি পুলিশিং ফোরামের আলোচনা ও মতবিনিময় সভা

Published: 07 Oct 2018   Sunday   

“পুলিশই জনতা - জনতাই পুলিশ ” স্লেগানকে সামনে রেখে রোববার রাঙামাটি জুরাছড়ি উপজেলায় কমিনিউটি পুলিশিং ফোরামের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সহকারী পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী পিপিএম।

 

থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহবুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ক্যানন চাকমা, বনযোগীছড়ার সন্তোষ বিকাশ চাকমা, মৈদং সাধনা নন্দ চাকমা এবং দুমদুম্যা ইউনিয়নের শান্তি রাজ চাকমা, বনযোগীছড়া মৌজার জেষ্ঠ্য হেডম্যান করুনা ময় চাকমা, এরাইছড়ি মৌজার হেডম্যান রিতেশ চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন রির্সোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃ মরশেদুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন রাজ নৈতিক ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কমিনিউটি পুলিশিং ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় আদিবাসীদের প্রথাগত আইন ও ঐতিহ্য সংরক্ষণ করতে গিয়ে যাতে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সাংঘষিক না হয়, সে দিকে সর্তক তাকার পরামর্শ দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত