রাঙামাটিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৬৩ তম শাখার উদ্বোধন

Published: 07 Oct 2018   Sunday   

পর্যটন নগরী রাঙামাটিতে রোববার থেকে যাত্রা শুরু করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৬৩ তম শাখা।

 

শহরের বনরূপাস্থ কল্পতরু হলিডে ইন লিঃ এর দ্বিতীয় তলায় ব্যাংকের শাখার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু।

 

বক্তব্যে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী, রাঙামাটি ডিজিএফআইয়ের অধিনায়ক কর্নেল মোঃ শামছুল আলম, ব্যাংকের রাঙামাটি শাখা ব্যবস্থাপক মোঃ গোলাম মহিউদ্দিন চৌধুরী, রাঙামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী বেলাল প্রমুখ। অনুষ্ঠানে রাঙামাটির চেম্বার অফ কমার্সের কর্মকর্তা, ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন।

 

বক্তারা পার্বত্য অঞ্চলের পশ্চাদপদ জনগোষ্ঠীর কল্যাণে এবং এলাকার শিল্পায়নে আল আরাফাহ্্ ব্যাংক সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করে তাদের ব্যাংকিং কার্যক্রমেকে পার্বত্য জনগনের দ্বোর গোড়ায় পৌছে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার রাঙামাটিতে অর্থনেতিক উন্নয়নে ব্যাংকটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু বলেন,  শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহসম্মতভাবে সর্বোচ্চ গ্রাহক সেবার নিশ্চয়তা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত