পানছড়িতে জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন

Published: 06 Oct 2018   Saturday   

খাগড়াছড়ির পানছড়িতে তিন দিন ব্যাপী চতূর্থ জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে।

 

 সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। প্রধান আলোচক ছিলেন ২০৩পদাতিক রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, বিশেষ অতিথি পানছড়ির ৩বিজিবি’র জোন অধিনায়ক গোলাম মনজুর সিদ্দিকী, খাগড়াছড়ি রিজিয়নের জি টু আই মেজর রফিক ও পানছড়ি সাব-জোন অধিনায়ক মেজর মোঃ সোহেল আলম।

 

পানছড়ি নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে ও শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ২০৩পদাতিক রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন প্রমূখ।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্মা তংচংগ্যা,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম ও উপজেলা আ’লীগের সভাপতি বাহার মিয়া।

 

উপজেলা বিভিন্ন অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানসহ ৪৫টি স্টল অংশ গ্রহণ করে। ‘উন্নয়ন অভিযাত্রায় বাংলাদেশ’ বিষয়ে রচনা ও উন্নয়ন কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার ও বিভিন্ন স্টলকে পুরস্কার প্রদান করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ প্রেমের চেতনা, স্বপ্ন, সম্ভাবনা, উত্তরণ আর উন্নয়ন নিয়ে আমরা কাজ করছি। অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এ সরকার  দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে এবং করছে। এ উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবেনা। তাই আমি মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে মরতে চাই। তিনি নতুন ও তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্বীবিত হওয়ার আহবান জানান।

 

প্রধান আলোচক বক্তব্যে ২০৩পদাতিক রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক বলেন, এ সরকার জনগনের সরকার। উন্নয়নের সরকার। খাগড়াছড়ি-দুধুকছড়া সড়কে বেইলী ব্রীজগুলো ভেঙ্গে নতুন ব্রীজ হচ্ছে দেখিয়ে তিনি আরো বলেন-সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ব্যাপক উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন দেশের উন্নয়ন। জনগনের উন্নয়ন। এ উন্নয়নকে অব্যাহত রাখতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত