কাপ্তাইয়ে যুবদল নেতার উপর হামলা

Published: 04 Oct 2018   Thursday   

কাপ্তাই উপজেলা যুবদলের নেতা মোঃ ইমাম উদ্দিনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত  করেছে প্রতিপক্ষের লোকজন। তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালানো হয়েছে বলে দাবী করেছেন আহত যুবদল নেতার বোন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় ৮ টায় কাপ্তাই বাঁশকেন্দ্র এলাকায়। 

 

 কাপ্তাই উপজেলা  পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন জানান, আহত ইমাম উপজেলা যুবদলের রাজনীতির সাথে জড়িত এবং আগামী কমিটি নির্বাচনে সাধারন সম্পাদক পদপ্রার্থী।

 

আহতের আত্বীয়-স্বজনদের দাবী ঘটনার দিন রাতে মোঃ সেলিমের নেতৃত্বে মোঃ রিপন ও মোশাররফসহ কয়েকজন মিলে লাঠিসোটা ও লোহার রড দিয়ে ইমাম উদ্দিনের উপর  অতর্কিত হামলা চালায় । তার চিৎকারে  আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলাকারীরাও যুবদলের রাজনীতির সাথে জড়িত এবং তারা একে অপরের আত্মীয় স্বজন বলে স্থানীয়রা জানায়।

 

এদিকে, হামলার ঘটনার কয়েকঘন্টা আগে আহত ইমাম উদ্দিন প্রতিপক্ষ সেলিমের উপর হামলা চালায় বলে জানা গেছে। এরপরই সেলিম তার সহযোগীদের নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পাল্টা হামলা চালায় ইমাম উদ্দিনের উপর।

 

কাপ্তাই থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর ঘটনার খবর পেয়েছেন জানিয়ে বলেন, এখনো কেউ লিখিত অভিযোগ করেনি থানায়। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত