কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া উৎসব

Published: 30 Sep 2018   Sunday   

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আওতাধীন কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন ও আইরেক্স এর সহযোগিতায় জাবারাং কর্তৃক বাস্তবায়নাধীন “অনুপ্রেরণা” নামক একটি শিক্ষা প্রকল্পের আওতায় এ পড়া উৎসব আয়োজন করে।


বিদ্যালয় কক্ষে আয়োজিত মানসম্মত শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা, শিক্ষা-উপকরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা এবং পুরুস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন জাবারাং এর অনুপ্রেরণা প্রকল্পের সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা, কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা চাকমা এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কান্তিলাল দেওয়ান। আলোচনা সভায় বক্তারা বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের পড়া সংক্রান্ত বিষয়ে উৎসাহ প্রদান করার জন্য “পড়া উৎসব” এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানান। পরে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের খেলা আয়োজন করা হয়।


এসময় উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পড়ার প্রতি আগ্রহি ও পড়ার বিষয়ে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির জন্য এ পড়া উৎসব সহায়ক ভূমিকা পালন করবে। পাশাপাশি সন্তানদের পড়ার প্রতি আগ্রহী করে গড়ে তোলার বিষয়ে অভিভাবকদের ভূমিকা সম্পর্কেও সচেতন করবে।


এর আগে পড়া উৎসবে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য পড়া সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের খেলা আয়োজন করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্যও ছিলো আয়োজন। ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত খেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ণমালা লেখা প্রতিযোগিতা, শব্দ দিয়ে গল্প লেখার প্রতিযোগিতা, স্মৃতি শক্তি পরীক্ষা সংক্রান্ত প্রতিযোগিতা, ছবি দেখে শব্দ লেখা প্রতিযোগিতা এবং কবিতা আবৃতি প্রতিযোগিতা । আর অভিভাবকদের জন্য আয়োজিত খেলাগুলো হলো নিজ নিজ মাতৃভাষায় শিশুতোষ ও শিক্ষণীয় গল্প বলার প্রতিযোগিতা। এ খেলায় বিদ্যালয়ের ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবকরা অংশগ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত