আলীকদমে বজ্রপাতে নিহত ২, আহত ১

Published: 30 Sep 2018   Sunday   

বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতুলীর চর এলাকায় বজ্রপাতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ সময় নুর মোহাম্মদ(৩২) নামের এক ব্যাক্তি আহত হয়।

 

রোববার বিকাল সাড়ে ৩টার সময় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোঃ রবিউল হাসান(২০) পিতা- ইলিয়াছ আলী ও আলী জহুর(৩০)পিতা আব্দুল লতিফ। তারা দুজনই উকিয়া রোহিঙ্গা শিবির থেকে এসেছে।

 

আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা  জানান, বজ্রপাতে নিহত দু`জনই রোহিঙ্গা। তারা আমার ইউনিয়নের মুছা সদ্দার পাড়ার নবী হোসেনের বাড়ীতে শ্রমিক হিসাবে কাজ করতো। আহত নুর মোহাম্মদ(৩২) নয়াপাড়া ইউনিয়নের মুক্তার সদ্দার পাড়ার আব্দুর রহমানের ছেলে।

 

আলীদম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বজ্রপাতে আহত নুর মোহাম্মদ আশংকা মুক্ত রয়েছে। তার হাতে সামান্য আঘাত লেগেছে।

 

আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ  বলেন, নিহত দু`জনই রোহিঙ্গা। তারা শ্রমিক হিসাবে আলীকদমে কাজ করতো। তবে তারা কোন রোহিঙ্গা শিবিরে থাকে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত