চুক্তির দু’দশকেও পার্বত্য এলাকা ছেড়ে কোন বাঙ্গালীকে যেতে হয়নি-দীপংকর তালুকদার

Published: 29 Sep 2018   Saturday   

শান্তি চুক্তির ২১ বছর হলেও পার্বত্য এলাকা ছেড়ে কোন বাঙ্গালীকে যেতে হয়নি। চুক্তি হওয়ার পর বিএনপি-জামায়াত জোট বলেছিলো শান্তি চুক্তি হলে, পার্বত্য এলাকার সকল বাঙ্গালীকে এ এলাকা ছেড়ে চলে যেতে হবে। আজ দীর্ঘ দু’দশকেও এ ধরনের কোন ঘটনা ঘটেনি পার্বত্য এলাকায়। বিএনপি-জামায়াত জোট মিথ্যা কথা বলে, আর আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে।

 

শনিবার বিকালে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও  জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।

 

সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্যে রাখেন ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সুমন, যুবলীগ নেতা আজিজুল হক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ আর লিমন, মহিলা নেত্রী রীতা আলম, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, জেলা আ’লীগ সহ-সভাপতি রুহুল আমীন প্রমুখ।

 

জনসভার পূর্বে ৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে কর্ণফুলী সরকারি কলেজের ৪ তলা নতুন একাডেমিক (আইসিটি) ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, মিতিঙ্গাছড়ি নুরানী মাদ্রাসা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, মিতিঙ্গাছড়ি পাড়ার নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন, কেআরসি উচ্চ বিদ্যালয়ের উর্দ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন,তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রাবাস উদ্বোধন, চন্দ্রঘোনা মিশন এলাকায় ব্যাপ্টিস্ট চার্চ নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন, রেশম বাগানে বিদেশী পর্যটকদের অভ্যর্থনা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বারঘোনিয়া মার্কেট-দেবতাছড়ি বাজার ভায়া তনচংগ্যা পাড়া সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর  স্থাপন করেন।

 

দীপংকর তালুকদার নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আরও বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, তাই সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া স্থানীয় একটি আঞ্চলিক দলকে ইঙ্গিত করে বলেন ২০১৪ সালের নির্বাচনে ওই দলটি অস্ত্রের মুখে ভোট ডাকাতি করে আওয়ামী লীগের জয় ছিনিয়ে নিয়েছিল। আগামী নির্বাচনে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর,

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত