লামায় র‌্যাবের অভিযানে ৯৭ হাজার লিটার চোলাই মদ জব্দ, আটক ২

Published: 27 Sep 2018   Thursday   

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হ্যাডম্যান মার্মা পাড়ায় র্যাব ৭ কক্সবাজার শাখা অভিযান চালিয়ে সাতান্নব্বই হাজার লিটার চোলাই মদসহ মদ তৈরির প্রচুর উপকরণ জব্দ করেছে  র‌্যাব। এ সময় দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

 

গেল ২৭ সেপ্টেম্বর উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান মার্মা পাড়ায় সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে এসব মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব ৭ কক্সবাজার শাখার লে. মির্জা শাহেদ মাহতাব।

 

আটককৃতরা হলেন, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মৃত উথোয়াই মার্মার পুত্র সুমন মার্মা(১৯) ও চকরিয়া উপজেলার ভেওলা এলাকার মোঃ শফিউল আলমের পুত্র মোঃ বেলাল(৩৭)।

 

এ অভিযান পরিচালনা করেন বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান ও র‌্যাব-৭ কক্সবাজার শাখরা টেকনাফ ক্যাম্প ওয়ানের এর  দায়িত্বরত অফিসার. লে. মির্জা শাহেদ মাহতাব।

 

অভিযান পরিচালনায় অংশ নেওয়া র‌্যাব ৭ এর লে. মির্জা মাহতাব  বলেন,  বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিজষ্ট্রেট মোঃ কামরুজ্জামান এর তত্বাবধানে লামার আজিজনগরের হেডম্যান মার্মা পাড়ায় বৃহস্প্রতিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে সাতান্নব্বই হাজার লিটার চোলাই মদসহ মদ তৈরীর উপকরণ জব্দসহ দুইজনকে আটক করি। এ সময় বান্দরবান জেলা নির্বাহী  ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান আটক দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি তিনহাজার টাকা করে ছয়হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আটককৃত চোলাই মদ ও সরঞ্জামাদি জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত