১১ মাসে ২৬ জন খুন ও ৯২ জনকে অপহৃত দাবী ইউপিডিএফের

Published: 27 Sep 2018   Thursday   

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ৭ব্যক্তিকে অপহরনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে জেএসএস সংস্কারবাদীদের দায়ী করা হয়েছে। এ নিয়ে গেল বছর নভেম্বর থেকে এ পর্যন্ত মাট ২৬ জনকে খুন ও কমপক্ষে ৯২জনকে অপহরণ করেছে।

 

বৃহস্পতিবার ইউপিডিএফ প্রচার ও প্রকাশনাবিভাগ নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ দাবী করা হয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, গেল ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টম্বর পর্ষন্ত বাবুছড়া, বোয়ালখালীসহ বিভিন্ন থেকে জেএসএস সংস্কারবাদী সন্ত্রাসীরা ৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন মোহন লালচাকমা (পিতারনাম শৈবরঞ্জনচাকমা), কালা চাকমাকে (৩৫), চন্দন ত্রিপুরা(৪৫) অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা মুক্তিপণের বিনিময়ের তাদেরকে ছেড়ে দেয়। এছাড়া রাঙামাটির নানিয়ারচর থেকে গেল ২৫ সেপ্টেম্বর মনানিয়াচর বাজার থেকে জয়ধন চাকমা (৩৫), ভাগ্যধন চাকমা (৩৮), অনাময় চাকমা (২৭) এবং গেল ২৬ সেপ্টেম্বর বাঘাইছড়ি উপজেলাসদর থেকে রূপকারী ইউনিয়নের গলাছড়ি গ্রামের বাসিন্দা নোয়ারাম চাকমাকে অপহরণ করা হয়। সংস্কারবাদীরাতাকেব্যাপকশারীরিকনির্যাতনের পর ছেড়ে দেয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত