রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবীতে লামায় মানববন্ধন

Published: 25 Sep 2018   Tuesday   

বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে বনফুর বিজিবি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রের প্রতিবাদে ও রাজার সনদ বাতিল ঘোষণার প্রজ্ঞাপন জারির দাবীতে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  

 

লামা উপজেলা পরিষদের সম্মুখে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ব্যানারে প্রায় শ খানেক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা মোঃ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আতিকুর রহমান আতিক, মানবাধিকার কর্মী মুহাম্মদ কামালুদ্দিন, বাঙ্গালী ছাত্র পরিষদের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ফরহাদ হোসেন জুয়েল, ডা. অমর চৌধুরী, বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মামুন রেজা প্রমুখ।

 

বক্তারা বলেন,  একটি কুচক্রী মহল ত্রিপুরা কিশোরী ধর্ষণ নাটকের অন্তরালে ফাঁসিয়াখালী ইউনিয়নের বিজিবি ক্যাম্প প্রত্যাহারের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ক্যাম্প প্রত্যাহারের প্রতিবাদ জানিয়ে সেনাবাহিনী, বিজিবি ক্যাম্প বৃদ্ধি করে জনগনের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

 

বক্তারা আরো বলেন, প্রশাসনের কোন দপ্তরেরর কেউ যদি জমি নামজারি, চকুরীসহ অন্য কোন ক্ষেত্রে যদি রাজার সনদ চায়, তাহলে তাৎক্ষণিকভাবে সে সংস্থার বিরুদ্ধে অবস্থান নেয়া হবে বলেও হুশিয়ারি করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত