লামায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইউএনও`র কাছে শিক্ষার্থীদের নালিশ

Published: 24 Sep 2018   Monday   

বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয় না করে ভূয়া বিল ভাউচার দিয়ে টাকা আত্মসাত করার অভিযোগে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রায় দুইশত শিক্ষার্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথী তংচঙগ্যার বিরুদ্ধে  ইউএনও লামা`র নিকট মৌখিক নালিশ জানিয়েছে।

 

সোমবার বেলা বারোটার সময় প্রায় দুইশতজন ছাত্র-ছাত্রী বিদ্যালয় থেকে মিছিল করে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দূর্নীতির প্রতিকার চেয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ নালিশ প্রদান করে ছাত্র- ছাত্রীরা।

 

এদিকে বিদ্যালয়ের দুইশত জন শিক্ষার্থীর পক্ষে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার নূর এ জান্নাত রুমি`র কাছে  নালিশ জানায় বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আতিকুর রহমান, দশম শ্রেণীর ছাত্র তাবির আহম্মদ তকি, আসাদুজ্জামান।

 

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র আতিকুর রহমান, দশম শ্রেণীর ছাত্র তাবির আহম্মদ তকি, আসাদুজ্জামান অভিযোগ করে জানায়, তাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথী তংচংগ্যা  বিদ্যালয়ের কয়েকজন কর্মচারী মিলে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয় না করে বিদ্যালয়ের বরাদ্দের চার লাখ বিশ হাজার টাকা আত্মসাত করে ফেলেছেন।  তারা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত হয়েছে। তাই বিদ্যালয়ের এ রকম দূর্নীতি বন্ধ করার জন্য তার কাছে গেছে।

 

লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিথী তংচংগ্যা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০১৭-১৮ অর্থ বছরে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয়ের জন্য চার লাখ টাকার উপরে বরাদ্দ এসেছে। সরকারী নীতিমালা অনুযায়ী ক্রয় কমিটি গঠন করে বিদ্যালয়ের শিক্ষা উপকরণ ও সাইন্স ল্যাবটরির জিনিস পত্র ক্রয় করা হয়েছে। ক্রয় কমিটিতে বিদ্যালয়ের কিছু শিক্ষকদের স্থান না দেওয়ায় ঐ শিক্ষকরা বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উপস্থাপণ করে বিদ্যালয় থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করেন।

 

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি`র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরোদ্ধে টাকা আত্মসাতের মৌখিক অভিযোগ নিয়ে নালিশ দিতে তার কাছে এসেছিল। তাদের অভিযোগের বিষয়ে দ্রুত সমাধানের আশ্বস্ত করেছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত