কাপ্তাইয়ে পল্লী সঞ্চয় ব্যংককের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

Published: 22 Sep 2018   Saturday   

একটি বাড়ি একটি খামার প্রকল্পের অর্থায়নে প্রাথমিক অবস্হায় ৮ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই উপজেলায় পল্লী সঞ্চয় ব্যংককের নতুন ভবনের নির্মান কাজের পুরোদমে কাজ চলছে। এরই অংশ শনিবার নতুন ভবনের ছাদ ঢালাই  কাজের উদ্বোধন করা হয়েছে। গেল ৩০ জুলাই থেকে নতুন ভবনের নির্মান কাজ শুরু হয়। 

 

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল  ছাদ  ঢালাই কাজের উদ্বোধন করেন। এসময় একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দেবব্রত বড়ুয়া, উপজেলা উপ- সহকারী প্রকৌশলী সারোয়ার আলম, বিআরডিবি কর্মকর্তা মিয়া মোঃ আরিফুল আজম উপস্হিত ছিলেন।

 

একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক দেবব্রত বড়ুয়া জানান, আগে এই অফিসটি বিআরডিবি ভবনে তাদের দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছিল। বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টির ফলে ভবনটি প্রায়ই পানির নিচে তলিয়ে থাকতো। নতুন ভবনটি নির্মান কাজ সম্পন্ন হলে অফিস কার্যক্রমের পাশাপাশি এই এলাকার হত দরিদ্র উপকারভোগীদের দারিদ্র বিমোচনকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ সামাজিক উদ্যোগ এর প্রথম উদ্যোগ একটি বাড়ী একটি খামার প্রকল্পটির সফল বাস্তবায়ন হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত