পাথর বোঝাই ট্রাকে চেঙ্গি ব্রীজ ভেঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন,নিখোঁজ ১

Published: 22 Sep 2018   Saturday   

খাগড়াছড়ির মহালছড়িতে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক পাড়াপাড়ের সময় চেঙ্গি ব্রীজ ভেঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

শনিবার সকাল পৌণে ১০টায় পাথর বোঝাই করা গাড়ি মুবাছড়িতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় উপজেলার কালাপাহাড় মমিনুল হক নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল পৌণে ১০টায় অতিরিক্ত পাথর বোঝাই করা ট্রাক মুবাছড়িতে যাওয়ার সময় চেঙ্গি ব্রীজ ভেঙ্গে গেছে। এতে মুবাছড়ি ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় উপজেলার কালাপাহাড় মমিনুল হক নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন।


মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌণে ১০টায় পাথর বোঝাই গাড়িতে শ্রমিকসহ ৫জন ছিলো এর মধ্যে ৪জনকে উদ্ধার করা গেলেও ১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত